আজঃ শনিবার ● ১৪ই বৈশাখ ১৪৩১ ● ২৭শে এপ্রিল ২০২৪ ● ১৭ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ৯:২১
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- “বাল্যবিবাহ”, কেয়ন ইমরান

বাল্যবিবাহ
          কেয়ন ইমরান
আসল কথা এই-
বাল্যবিবাহ আজ নেই।
ওরা যে শিক্ষিত!
আমি বলি-
বেড়েছে জ্ঞান কত?
অর্থের লোভে মন্যুষত্ব দেয় বিকিয়ে,
বলে সব হালাল- যাও নিয়ে।
এখনও সেই আস্তাকুঁড়ে আছ কি?
হায়, কী লজ্জা! বীর বাঙালি।
এদের আজ নেই কোন ক্ষোভ,
আছে শুধু লোভ আর লোভ।
তাই বলি-
এই জাতির তরে কেন করেছিলে যুদ্ধ?
এরা তো হয়নি হবেও না শুদ্ধ।
মানবের হিতার্থে প্রণয়ন করা হয় আইন,
অর্থের কাছে নত আজ সেই আইন।
এরা পারে দেশটাকে ডুবাতে নিজ স্বার্থে,
এদের কাছে নেই দয়া এতটুকু পরার্থে।
শুধু বাল্যবিবাহ নয় যৌতুক প্রথাও চলে।
বিজ্ঞাপন নয়, ইউনিয়ন নয় গ্রামের ছাত্রদলে
এসো লড়ি, ক্যাম্প তৈরি করি প্রয়োজনে।
আমি বলি-
এই ভবে কার কথা কে শোনে।
বাহুর বল আর অর্থের পাহাড় আছে যার
তার তরে আছে সকল স্থানে উন্মুক্ত দ্বার।
মন হতে ধন সবকিছুরই সওদা- হায় সওদাগর!
আমি বলি-
হে ঈশ্বর! পৃথিবী কী তবে পণ্যের বাজার?
অর্থ দিলে বয়স বাড়ে, অর্থ দিলে কমে,
বুঝবি সেদিন ওরে অর্থবাজ ধরবে যেদিন যমে।
অল্প বয়সে দিলে বিবাহ রোগ এসে জুটবে,
অকালে মরবে যখন- দেখবে সকল আশা টুটবে।
দিনে দিনে জানিছে যত মূর্খ হচ্ছে তত,
সরেজমিনে শাস্তি দিলে তবে শিক্ষা সবে হত।
আমি বলি-
বাল্যবিবাহ রোধ
এমনিতে হবে,
জাগ্রত হবে
যেদিন মানবতাবোধ।
শুধু তাই নয়
পৃথিবীর সকল অন্যায়
হয়ে যাবে ক্ষয়,
শাসন করলে ন্যায়।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন