আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ১১:৫৭
শিরোনাম

By মুক্তি বার্তা

জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত জনকল্যাণে কাজ করে যাবো…এমপি শাহে আলম

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ও বিশারকান্দি ইউনিয়নে কয়েকটি উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকেল ৪টায় তিনি ইউসিবি প্রকল্পের আওতায় উদয়কাঠি  ভায়া গঙ্গামনি জিপিএস-মুড়িবাড়ি ত্রিমূখীহাট রোড ০০ মি. চেইনেজ ৬০ মি. দৈর্ঘ্য ৮ কোটি, ১৮ লাখ, ৬১ হাজার টাকা ব্যয়ে আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন, ৩ কোটি, ২৩ লাখ, ২০ হাজার টাকা ব্যয়ে এমডিএসপি প্রকল্পের আওতায় বিশারকান্দি ইউনিয়নের পদ্মাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বহুমূখি দূর্যোগ আশ্রয় কেন্দ্রের নব-নির্মিত তিনতলা ভীত বিশিষ্ট ভবনের উদ্বোধন ও একই ইউনিয়নের জামভিটা বাজারে ৩ কোটি, ১৩ লাখ, ৯ হাজার টাকা ব্যয়ে দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,ক্রীড়া সম্পাদক  জাহিদ হোসেন জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,উদয়কাঠি ইউপির চেয়ারম্যান রাহাত আহম্মেদ ননি, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, বিশারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া, সম্পাদক জামাল পারভেজ, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সম্পাদক মো. সুজন মোল্লা, যুবলীগ নেতা সুমম রায় সুমন, মশিউর রহমান সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, মনির হোসেন, সুমন সিদ্দিকি, শাওন প্রমূখ।এদিকে জামভিটা বাজার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করার পরে মো. শাহে আলম এমপি স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা করেন। সভাটি এক সময় জনসমুদ্রে রূপ নেয়।

এ সময় সংসদ সদস্য বলেন, জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত এলাকাবাসীর পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাব। মতবিনিময় সভায় জামভিটা বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তর সভাপতিত্ব বক্তৃতা করেন,বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন হোসেন প্রমূখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন