আজঃ শনিবার ● ১৪ই বৈশাখ ১৪৩১ ● ২৭শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● রাত ১২:০২
শিরোনাম

By: মুক্তি বার্তা

ডিজিটাল বাংলাদেশের সুফল ঘরে ঘরে পৌঁছে গেছে…এমপি শাহে আলম

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। ফলে  উন্নত সমৃদ্ধ সোনারবাংলা বিনির্মাণের পথে অনেক দূর এগিয়ে গেছে দেশ।

আগামী ২০২১ সালে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে মধ্য আয়ের দেশ। ১২ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের প্রথম শতভাগ ডিজিটাল উপজেলা হিসেবে বানারীপাড়া ও উজিরপুর উপজেলাকে গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে দুই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজড করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরকারী চাখার ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাফিজুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,আওয়ামী  লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,সহকারী প্রোগ্রামার হাফিজ আল আসাদ,বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক,উদ্যেক্তা মাহাতাব উদ্দিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল কুমার নাগ, মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন,সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা   প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন উল হাসান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী,পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত ) জাফর আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা শাহনাজ আকতার,তথ্য সেবা কর্মকর্তা ফয়জুন নেচ্ছা খানম,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা,যুবলীগ নেতা মু.মুন্তাকিম লস্কর কায়েস,এইচ আর শিপলু,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।

এসময় চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন