আজঃ রবিবার ● ২৯শে বৈশাখ ১৪৩১ ● ১২ই মে ২০২৪ ● ৩ জিলক্বদ ১৪৪৫ ● বিকাল ৩:১৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় ধানক্ষেতের উপর দিয়ে মাটি বহনের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে বেধড়ক মারপিট

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় নিজের ধানক্ষেতের উপর দিয়ে ভাটার ট্রাকে করে মাটি বহনের প্রতিবাদ করায় আজিজুর রহমান (৩০) নামে এক যুবককে বেধড়ক মারপিট করা হয়েছে। তিনি পাতিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও উপজেলার রোস্তমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
চৌগাছা হাসপাতালে ভর্তি আজিজুর রহমান জানান, ‘বেশকিছু দিন থেকে পাশের জমির পুকুর থেকে ট্রাকে একটি ভাটার মাটি নিয়ে আমার ধানক্ষেতের মধ্যে দিয়ে যাতায়াত করে গ্রামের আব্দুল খালেক। এতে আমার ক্ষেতের ক্ষতি হওয়ায় রবিবার রাত সাড়ে আটটার দিকে আমি তাকে নিষেধ করলে আমাকে গ্রামের রুহুল আমিন (৫৫), তার ভাই খালেক (৩৫) ও রুহুল আমিনের ছেলে শরিফুল (২২)  আক্রমন করে। তারা আমাকে লোহার দা’য়ের উল্টো পিঠ দিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্রদিয়ে আঘাত করে।’ এরআগেও একবার খালেকের হামলার শিকার হয়েছেন বলেও জানান তিনি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আহমেদ ফয়েজী বিন সাদের বলেন মাথায় ও পায়ে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন