আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● দুপুর ১:৪৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

“মানবতার দেয়ালের” বেহাল দশা

ফাইল ছবি

আরিফুল ইসলাম, মুক্তি বার্তাঃ প্রচারের অভাব ও উদ্যোগটা অবহেলার চোখে দেখার কারণে কয়েক মাসেও সাড়া ফেলতে পারেনি `মানবতার দেয়াল’।বাসার অপ্রয়োজনীয় কাপড় সুবিধাবঞ্চিদের জন্য রাস্তার দেয়ালে ঝুলিয়ে রাখার সুযোগ করে দিতে একটি দেয়াল নির্ধারণ করার উদ্যোগই মানবতার দেয়াল। এ রকমই একটি দেয়াল নির্মাণ করে নাওডাঙ্গা ইউনিয়ন (বলারহাট),ফুলবাড়ী,কুড়িগ্রাম বেকার যুবকরা।  মানুষ চাইলেই যেখান থেকে প্রয়োজনের কাপড়টা নিয়ে যাবেন নির্দ্বিধায়।মানবতার দেয়ালের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে, পত্রিকায় পড়ে কিংবা একান্তই নিজেদের আকঙ্ক্ষার জায়গা থেকে এই উদ্যোগটি নেওয়া হলেও ধারাবাহিকতা রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে কেউ এগিয়ে না আসা এবং অনেক বেশি প্রচার করতে না পারার কারণে কয়েক  মাস পার হয়ে গেলেও ব্যাপকভাবে উদ্যোগটি ছড়িয়ে দেওয়া যায়নি। আবার কয়েকটি জায়গায় গিয়ে দেখা গেছে, খোলা জায়গায় জামাকাপড় অপরিচ্ছন্নভাবে পড়ে আছে।যা শীতের সময় ভিজে একাকার ব্যবহারের অনুপযোগী।  উদ্যোক্তারা একবেলা আসেন কিনা আশেপাশের কেউ তা বলতে পারেন না। আর মানবতার দেয়াল আছে এমন এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষেরা বলছেন, হুট করে এলাকায় এমন উদ্যোগ দেখছি, কারা করছে জানি না, এর উদ্দেশ্য কী তাও জানি না। সে কারণে আমরা নিজেদের এ কাজে যুক্ত করিনি।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন