আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● রাত ১১:৩২
শিরোনাম

By: মুক্তি বার্তা

খরস্রোতা ধরলা এখন  মৃতপ্রায়

ফাইল ছবি

আরিফুল ইসলাম ফুলবাড়ী,কুড়িগ্রাম(প্রতিনিধি):১৬টি নদ-নদীবেষ্টিত জেলা কুড়িগ্রাম। এ জেলার অন্যতম নদী ধরলা।খরস্রোতা ধরলা এখন  মৃতপ্রায়। এ নদীতে প্রায়  ১০ বছর আগেও পানির যে প্রবাহ ছিল, তা এখন আর নেই। শুধু বালুচর আর চর।অনেক স্থান এখন আবাদি জমি। ধরলা শুধুই এখন কালের সাক্ষী। এর তীরবর্তী হাজার হাজার হেক্টর জমি ইরি-বোরো আবাদের অনুপযোগী হয়ে পড়েছে। কারণ সেচ পাম্পগুলো দিয়ে পর্যাপ্ত পানি উঠানো যাচ্ছে না।

নদীতে নাব্য না থাকায় ইঞ্জিনচালিত নৌকা বা ডিঙি চলাচল করতে পারছে না। যে পরিবারগুলো একসময় মাছ শিকার করে জীবিকা চালাত, পেশা হারিয়ে তারা দিনমজুর। চরগুলোয় বসবাসকারী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নদীর এই অবস্থার কারণে সংশ্লিষ্ট এলাকার কৃষিতে বিরূপ প্রভাব পড়েছে। ক্ষতির মুখে পড়েছে পরিবেশ-প্রতিবেশ।ধরলা পার ঘুরে দেখা যায়, তীরবর্তী স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। আর এর মাধ্যমে একটি মহল হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। শেখ হাসিনা সেতুর পারে মেশিন লাগিয়ে বালু তোলা হচ্ছে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি এখন হুমকির মুখে।ধরলা যে একটি নদী, তা শুধু বর্ষা মৌসুমে বোঝা যায়। আর বর্ষা শেষ হলে শুধু চর আর চর।কিন্তু নদীতে পানি না থাকায় এখন নৌকা চলে না।ড্রেজিংয়ের ব্যাবস্থা করা গেলে  এ নদী আবার প্রাণের স্পন্দন ফিরে পাবে। উপকৃত হবে দুই পারের লোকজন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন