আজঃ বৃহস্পতিবার ● ১৯শে বৈশাখ ১৪৩১ ● ২রা মে ২০২৪ ● ২২শে শাওয়াল ১৪৪৫ ● সকাল ৮:৫২
শিরোনাম

By: মুক্তি বার্তা

নান্দাইলে লকডাউন কার্যকরে ইউএনও-এসিল্যান্ডের কঠোর নজরদারী 

ফাইল ছবি

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ ::- ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে বুধবার উপজেলা সদর সহ বিভিন্ন হাট-বাজারে কঠোর নজরদারী করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদ উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মাহফুজুল হক। নান্দাইল সদর পুরাতন বাজার, নতুন বাজার ও নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম সহ বিভিন্ন বাজারে সরকার নির্দেশনা অনুযায়ী লকডাউন অমান্যকারী ও স্বাস্থ্যবিধি না মানা বেশ কিছু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অর্থদন্ড করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন মুদি ব্যবসায়ী, রেস্তোরা, কাঁচা বাজার ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ লকডাউনের নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ তথা বেচা-কেনা বন্ধ করে অবস্থান ত্যাগ করার আহব্বান জানান। এসময় ইউএনও-এসিল্যান্ডের সাথে সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু ও শাহজাহান ফকির উপস্থিত ছিলেন।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন