আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● বিকাল ৪:২০
শিরোনাম

By: মুক্তি বার্তা

উজিরপুরে শ্রমিক দিবসে দুই শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ::

বরিশালের উজিরপুরে  দুই শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে তাদের এ লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে।

জানা গেছে- উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে কৃষক নগেনের বাড়ীতে ধান কাটতে আসে বাগেরহাট জেলার সদর থানার পিছিডেমা গ্রামের মৃত মনসুর শেখের ছেলে জব্বার শেখ (৫৮) । ১ মে শনিবার

ভোর ৬ টায় ওই বাড়ীর বকুল রানী নামের এক নারী পুকুরপাড়ের আম গাছের সঙ্গে গলায় গামছা পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় শ্রমিক জব্বার শেখকে  দেখতে পায়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পরে ঘটনাস্থল থেকে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।  এ ব্যপারে থানায়  অপমৃত্যু  মামলা দায়ের করা হয়। থানার উপ-পরিদর্শক  কমল জানান, ধানকাটার জন্য জব্বার শেখ গত মাসের ২৩ তারিখে বাগেরহাট থেকে ৩২ জনের একটি টিমের সঙ্গে উজিরপুরের  জল্লায় আসেন। এখান থেকে ৬ জনের একটি টিম নিয়ে জব্বার শেখ ওই এলাকার  নগেনের ধানকাটা শুরু করেন। তার সঙ্গে থাকা অপর শ্রমিকরা জানান ৩০ এপ্রিল রাতে মোবাইল ফোনে বাড়ীর কারো সঙ্গে জব্বার শেখ উচ্চস্বরে কথা বলেছিলেন। পরের দিন ১ মে ভোরে আম গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

এদিকে একই দিন দুপুরে উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের আঃ খালেক হাওলাদারের ছেলে অটোড্রাইভার সবুজ হাওলাদারের (২৭) ঝুলন্ত   লাশ উদ্ধার করা হয়।  সে

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। এ সময় তার স্ত্রী পিতার বাড়ীতে অবস্থান করেছিলেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি মোঃ জিয়াউল আহসান জানান, একই দিনে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কারও অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন