আজঃ বুধবার ● ১১ই বৈশাখ ১৪৩১ ● ২৪শে এপ্রিল ২০২৪ ● ১৪ই শাওয়াল ১৪৪৫ ● রাত ১১:২৬
শিরোনাম

BY:মুক্তি বার্তা

উজিরপুরে সরকারি অর্থায়নে ইউপি   সদস্যের বাড়ির রাস্তা ও পুকুরে ঘাটলা নির্মাণ !

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে  গ্রামের জনগুরুত্বপূর্ন রাস্তার উন্নয়ন কাজ না করে সরকারি টাকায় নিজের বাড়িতে প্রবেশের জন্য রাস্তা সলিংকরন ও নিজ পুকুরে ঘাটলা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বামরাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ মোড়াকাঠি গ্রামের ইউপি সদস্য আরিফুর রহমান শরীফের বিরুদ্ধে এ অভিযোগ এনে ২৫ মে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থবছরে স্কীম বহির্ভূতভাবে ইউপি সদস্য মোঃ আরিফুর রহমান শরীফের বাড়ীতে প্রবেশের জন্য এক লাখ টাকা ব্যয়ে রাস্তায় ইট সলিংকরন করা হয়। ২০১৯-২০ অর্থবছরে একই প্রকল্পের মাধ্যমে দিঘিতে ঘাটলা নির্মানের স্কীম দেখিয়ে এক লাখ টাকা ব্যয়ে নিজের পুকুরে ঘাটলা নির্মাণ করেন ওই  ইউপি সদস্য । ক্ষমতার অপব্যবহার করে নিজ ব্যক্তি স্বার্থে স্কীম দুটি বাস্তবায়ন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আরিফুর রহমান জানান, স্কীম বহির্ভূত ভাবে কোন প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। স্থানীয় একটি মহল উদ্দেশ্যেমূলক ভাবে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।  এ  প্রসঙ্গে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন