আজঃ শুক্রবার ● ২০শে বৈশাখ ১৪৩১ ● ৩ মে ২০২৪ ● ২৩শে শাওয়াল ১৪৪৫ ● বিকাল ৫:০৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছা উপজেলা সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক আতিয়ার রহমানের ১৯ তম মৃত্য বার্ষিকী পালিত হয়

ফাইল ছবি

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সাংবাদিক ও প্রথম উপজেলা চেয়ারম্যান আতিউর রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সাভা ও মিলাদমাহফিল করা হয়। বর্ষিয়ান সাংবাদিক আতিউর রহমানের জীবনের উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান আতিউর রহমানের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, হুমায়ূন কবির সোহেল, মাহবুবল আলম রিংকু, সানোয়ার হোসেন বকুল, প্রয়াত সাংবাদিক আতিউর রহমানের ছোট ছেলে চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সাংবাদিক আলমগীর কামাল, হারুন অর রশিদ, মাষ্টার আব্দুল আলীম, আব্দুল্লাহ আল-মামুন, এএইচ ফিরোজ, শ্যামল দত্ত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা বকুল হোসেন, কাউন্সিলর রুহুল আমিন, সুমন, আসিফ রহমান, মিজানুর রহমান, মেসবাহ উদ্দীন ইতু, শহিদুল ইসলাম, হাকিম রেজা, তাসিকুল ইসলাম, মোমিনুর রহমান, এছাড়া স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক নেতৃবৃন্দ। এদিকে রবিবার এ উপলক্ষে চৌগাছা প্রেসক্লাব উপজেলা পরিষদ ও পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচীর পালন করা হয়েছে। এ দিন সকালে মরহুমের গ্রামের বাড়ি উপজেলার পিতম্বরপুর মাদ্রাসায় কোরানখানি ও দোয়া মাহফিল করা হয়।

মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আতিউর রহমান উপজেলা পরিষদ প্রবর্তিত হলে চৌগাছা উপজেলা পরিষদের ১৯৮৫-১৯৯০ পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

প্রতিথযশা এই সাংবাদিক ও রাজনীতিবিদ ১৯৩৬ সালের ২৩ অক্টোবর চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালের ৩০ মে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পঞ্চাশের দশকের প্রথমদিকে তিনি মহেশপুর উপজেলার হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সাংবাদিকতায় যোগ দেন। তিনি ডেইলি স্টার এর পর আমৃত্যু “দি ডেইলি অবজারভার” পত্রিকার যশোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন