আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● সন্ধ্যা ৭:২৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা, নতুন করে করোনা সনাক্ত ৮ জনের, উপসর্গে মৃত্যু ১

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা পৌর এলাকা লকডাউনের প্রথমদিনে লকডাউন অমান্য করে দোকানের সামনের সার্টার বন্ধ রেখে পিছনের সার্টার খুলে অনেকগুলো কাস্টমার ঘরের মধ্যে রেখে বেচাকেনা করায় ভ্রাম্যমান আদালতে আব্দুর রাজ্জাক বকুল নামে শহরের হাসান বস্ত্রালয়ের মালিককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে দোকানের সামনে রাস্তার উপর মালামাল রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করায় হাফিজুর রহমান ও অমল কুমার নামে দু’মুদি ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এ সময় সড়কের উপর অবৈধভাবে নির্মিত একটি মার্কেটের একটি ফলস ওয়াল ভেঙে দেয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী  এনামুল হক এই আদালত পরিচালনা করেন।

শুক্রবার সকাল থেকে শহরে ব্যাবসায়ী ও ক্রেতাদের করোনা সতর্কতায় জনসচেতনতা, মাস্ক বিতরণ ও বিধিনিষেধ মানতে উদ্বুদ্ধ করণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজের নেতৃত্বে পুলিশ নারী ও পুরুষ পুলিশ কর্মকর্তারা, পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান আনিচ, শাহিনুর রহমান শাহিন, কাউন্সিলর সাহিদুল ইসলাম, রুহুল আমিন, সোহেল রানা উজ্জল ও আনছার সদস্যরা।

এদিকে শুক্রবার শহরের পশ্চিম কারিগর পাড়ার ব্যবসায়ী ইব্রাহিম হোসেন (৭৫) করোনা উপসৎর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি পশ্চিম কারিগর পাড়ার মৃত হাজী ইসমাইল হোসেনের ছেলে ও চৌগাছা শহরের বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী হাজী হাসিবুর রহমানের বড় ভাই।

হাসিবুর রহমান বলেন, কয়েকদিন যাবৎ ভাইজানের ঠান্ড,জ্বর,কাঁশি ও শ্বাস কষ্ট হচ্ছিল। ডাক্তার দেখিয়ে বাড়ীতেই চিকিৎসা নিচ্ছেলেন। শুক্রবার দুপুরে হঠাৎ করেই শ্বাস কষ্ট বেড়ে গেলে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক সাবিনা জেবিন তাকে যশোর রেফার করেন। যশোরে নেওয়ার পথে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ১শ ৬২ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন রোগী করোনা পজিটিভ হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। এদিকে ১৮ জুন ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা সনাক্ত হয়েছে। তারা হলেন, জগদিশপুরের শফিকুল ইসলাম (৫৫), সিংহঝুলির রেজাউল করিম (৬৬) একই রিফাত বিন তুহান (৪৩), শার্শার পাকশিয়া গ্রামের খাদিজা বেগম (৭২), পৌরসভার নিরিবিলি পাড়ার আনোয়ারা (৫০), আমানত আলী (৭০), সাইফুল আনোয়ার ইকবাল (৬৫) এবং পাঁচনমনা গ্রামের শমিরুজ্জাম (৪১)।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক বলেন, শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বিধি না মানলে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। উপজেলায় করোনা সনাক্তের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় প্রাথমিকভাবে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষনা করা হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন