আজঃ বুধবার ● ২৫শে বৈশাখ ১৪৩১ ● ৮ই মে ২০২৪ ● ২৮শে শাওয়াল ১৪৪৫ ● সকাল ৬:৩৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

প্রধানমন্ত্রী করোনা থেকে মানুষকে বাঁচাতে ফ্রি    ভ্যাকসিনসহ নানা পদক্ষেপ নিয়েছেন…এমপি শাহে আলম

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ শেরে বাংলার স্মৃতিধণ্য পূণ্যভূমি বানারীপাড়া উপজেলার চাখারে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩টি ভবন ( হাসপাতাল, ডাক্তার ও নার্সদের  আবাসস্থল) পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৯ জুলাই সোমবার বিকেলে বরিশাল-০২ আসনের সংসদ সদস্য ও  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়  কমিটির সাবেক সভাপতি মোঃ শাহে আলম প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর  স্থাপন করেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশের মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছেন। করোনার মহামারী থেকে দেশের মানুষকে বাঁচাতে তিঁিন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়াসহ নানা পদক্ষেপ নিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সদ্য সাবেক চেয়ারম্যান  খিজির সরদার,নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.মালেক হাওলাদার,সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন,এমপির এপিএস জসিম উদ্দিন মোল্লা,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন