আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● সন্ধ্যা ৬:৫১
শিরোনাম

By: মুক্তি বার্তা

গত ২৪ ঘন্টায় ২২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ২১২ জন এবং ঢাকার বাইরে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৩২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯০ জন।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৯৪ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৯৬ জন।

চলতি বছর এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট) হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন সাত হাজার ৪৭২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত হয়েছেন ছয় হাজার ২৫১ জন রোগী।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন