আজঃ সোমবার ● ১৮ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২রা ডিসেম্বর ২০২৪ ● ২৯শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ৮:২১
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় মাধ্যমিক বিদ্যালয়ে প্রবীন শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত 

ফাইল ছবি

রায়হান হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলার ০৩ নং সিংহঝুলী ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গরীবপুর আদর্শ বিদ্যাপীঠে প্রবীন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) সকাল ১১.০০ টায় স্কুলের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের বর্তমান সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল-মামুন-এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. নূর ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গরীবপুর স্কুলের ৩’বার নির্বাচিত সাবেক সফল সভাপতি, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা উপজেলা শাখার আহবায়ক জিয়াউর রহমান রিন্টু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম, শিক্ষক জাহিদুল ইসলাম, ওলিয়ার রহমান,শরীফুল ইসলাম টিটো, মইনুর রহমান,নাজমা খাতুন,শ্যামল কুমার,নাজমা বেগম, মো.রাজু, রুবিনা বেগম,মুক্তারুজ্জামান মুক্তার, জাহাঙ্গীর কবীর, সোহাগ হোসেনসহ স্কুলের নবীন ও প্রবীন শিক্ষার্থীবৃন্দ।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়। অনুষ্ঠানের শেষ মূহুর্তে বিদায়ী শিক্ষার্থীরা প্রধান অতিথি জিয়াউর রহমান রিন্টু এবং সভাপতি আব্দুল্লাহ আল-মামুন কে ফুলেল শুভেচ্ছা জানান।

ফেসবুকে লাইক দিন