আজঃ মঙ্গলবার ● ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ ● ৩ ডিসেম্বর ২০২৪ ● ২৯শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ২:১৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ৭৭ মোটরসাইকেল আটক

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৭৭ মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ।
সোমবার  সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট খাইরুল ইসলাম ও টিএসআই কবির হোসেনের নেতৃত্বে পৌরসভার  বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে চালকদের নামে মামলা দেয়া হয়।
সার্জেন্ট খাইরুল ইসলাম বলেন- নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল জব্দ করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা এএসআই সাইদুর রহমান বলেন, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৭৭ মোটরসাইকেল থানা হেফাজতে দিয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা।
এদিকে সকাল থেকে বাজারের বিভিন্ন সড়কে মোটরসাইকেল ধরার কথা শুনে বাজারে ভিড় ছিল তুলনামূলক ভাবে অনেক কম।অনেকে আবার মোটরসাইকেল ধরার কথা শুনে বাজারে প্রবেশ না করেই ফিরে গেছে।

ফেসবুকে লাইক দিন