By: মুক্তি বার্তা
উজিরপুরে ইস্পাত বন্ধন সংগঠনের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয়
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরের বড়াকোঠায় ‘মানবতার সেবার জন্য ইস্পাত বন্ধন সংগঠন’ এবং ‘মায়ের জন্য রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ’ এর যৌথ উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও সচেতনতা মূলক ক্যাম্পেইন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনব্যাপি বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ মাঠে সবার জন্য বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও সচেতনতা ক্যাম্পেইন করা হয়। ইস্পাত বন্ধন সংগঠনের সভাপতি পনির আহম্মেদ’র সভাপতিত্বে বিনামূলে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রমে অত্র এলাকার স্কুল—কলেজের ছাত্র—ছাত্রী সহ আরও অনেকে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগন। এ সময় অর্থ—সম্পাদক মাহাবুব আলম বলেন, মানবতার সেবায় ইস্পাত বন্ধন সংগঠন বড়াকোঠা ইউনিয়ন সহ উজিরপুরে একটি মাইলফলক হয়ে থাকবে ইন্শাল্লাহ।