আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● রাত ১১:১৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় মানব পাচার প্রতিরোধ সভা অনুষ্ঠিত

ফাইল ছবি

রায়হান হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় মানব পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ের সিসিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দুইটায় বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী কাফী বিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার।

ব্র্যাকের ট্রেনিং কর্মকর্তা আজিমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান।

অন্যান্যের মধ্যে প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, যুব কর্মকর্তা সেলিমুজ্জামান, আনছার ভিডিপি কর্মকর্তা ইমরান হোসেন, ব্র্যাকের চৌগাছা ব্যবস্থাপক সালাউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। এছাড়া যুব প্রতিনিধি পূজা উদযাপন পরিষদের শ্যামল দত্ত, নারী যুব প্রতিনিধি উদিচী শিল্পি গোষ্ঠির নাজমা আক্তার শিমু ও শিশু প্রতিনিধি চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সানিতা শামীম মীম বক্তৃতা করেন।

ফেসবুকে লাইক দিন