আজঃ শুক্রবার ● ২০শে বৈশাখ ১৪৩১ ● ৩ মে ২০২৪ ● ২৩শে শাওয়াল ১৪৪৫ ● সকাল ৯:০৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

ইবিতে বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ফাইল ছবি

রানা আহম্মেদ অভি, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে প্রফেসর হাবিব আর রহমান শিক্ষাবান্ধব বৃত্তি ও সাহেদা খানম-সারওয়ার মুর্শেদ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) দুপুরে এই বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গাজী মো. মাহবুব মুর্শিদের সভাপতিত্বে ও অধ্যাপক ড. রাশিদুজ্জামানেে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাবিব আর রহমান । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মুঈদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. নাসরিন আক্তার, অধ্যাপক ড. সরোয়ার মুর্শিদ, ড. রহমান হাবিব, অধ্যাপক ড. গৌতম কুমার দাস, অধ্যাপক ড. মঞ্জুর রহমান, খন্দকার আরিফা আক্তার, অধ্যাপক ড. সাইফুজ্জামান,  অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. শেখ মো. রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ড. ফৌজিয়া খাতুন, রজি আহমেদ।
এ বিষয়ে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গাজী মো. মাহবুব মুর্শিদ বলেন, ‘সমাজের বিত্তশালীদের জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করতে হবে।  পাশাপাশি বাংলা বিভাগকে আধুনিক শিক্ষাব্যবস্থা সাথে তাল মিলিয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক ক্লাসরুমে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান করেন।

ফেসবুকে লাইক দিন