আজঃ মঙ্গলবার ● ১৭ই বৈশাখ ১৪৩১ ● ৩০শে এপ্রিল ২০২৪ ● ১৯শে শাওয়াল ১৪৪৫ ● রাত ১২:৩৩
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়ালেন সাবেক হুইপপুত্র ব্যারিস্টার সাইফ

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ মাঘের হাড় কাঁপানো শীতে মানুষের জীবন যখন জবুথবু অবস্থা। ঠিক তখন তিন বারের সাবেক সংসদ সদস্য,জাতীয় সংসদের সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের কনিষ্ঠ তনয় ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ পিতার ন্যায় বরিশালের বানারীপাড়া ও উজিরপুরের দুস্থ শীতাতদের পাশে দাঁড়িয়েছেন। রোববার(২১ জানুয়ারী) দিনভর তিনি বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের নিজ বাড়িতে,বাইশারী বাজার,সন্ধ্যা নদীর দুই তীর শিয়ালকাঠি ও বানারীপাড়া ফেরীাঘাট,বন্দর বাজার,পৌর শহরের নিজ বাড়িতে ও উজিরপুর উপজেলার ইচলাদী স্ট্যান্ডে রিক্সা-ভ্যান, বৌ গাড়ি ও ইজিবাইক গাড়ির চালক, ছিন্নমূল মানুষ,মাদরাসার শিক্ষার্থী ও ইয়াতিমখানার শিশু শিক্ষার্থীসহ প্রায় আড়াই হাজার দুস্থ শীর্তাত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাঁদর) বিতরণ করেন। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এমএ সালেক হাওলাদার,সমাজকর্মী মীর সহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোকদার,রাশেদুল হাসান মিলন মুন্সী,আ.রশিদ বালী প্রমুখ তার সঙ্গে ছিলেন। এদিকে সোমবার (২২ জানুয়ারী) বানারীপাড়া পৌর শহরসহ উপজেলার ৮ ইউনিয়নে তার পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল জীবদ্দশায় এলাকার দুস্থ ও অসহায় মানুষকে নানাভাবে সহায়তা করেছেন,অকৃপণভাবে তাদের পাশে থেকেছেন। পবিত্র রমজান,ঈদ-উল ফিতর,ঈদ-উল আজহা ও শীতকালসহ বিভিন্ন সময়ে নিজ হাতে পথে পথে ঘুরে শাড়ি,কাপড়,গরুর মাংস ও শীতবস্ত্র বিতরণ করতেন,প্রায়ই বাড়িতে বিশাল আয়োজন করে হাজারো মানুষকে খাওয়াতেন। এর ফলে তিনি সবার,বিশেষ করে ‘গরীবের ভাইজান’ হিসেবে পরিচিতি অর্জণ করেছিলেন। তার অবর্তমানে ছোট ছেলে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফকে একই রূপে কাছে পেয়ে এলাকার সাধারণ মানুষ আবেগআপ্লুত হয়ে পড়েন,অনেকে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এ প্রসঙ্গে তরুন সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ বলেন,বাবা আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন,অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন,তাদের ভরসার স্থল ছিলেন,তাঁর সন্তান হিসেবে আমরাও সেই আদর্শে জীবন পরিচালিত করছি। বাবার মত আমৃত্যু দল-মতের উর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাবো।

ফেসবুকে লাইক দিন