আজঃ মঙ্গলবার ● ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ ● ৯ই ডিসেম্বর ২০২৫ ● ১৭ই জমাদিউস-সানি ১৪৪৭ ● সকাল ৬:১১
শিরোনাম

By মুক্তি বার্তা

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

প্রতিকি ছবি

নিউজ ডেস্কঃ আগামী ২০ অক্টোরব যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। যশোর সদর উপজেলা ছাড়াও ওই দিন আরো ৭টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ও দুইটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

এব্যাপারে সোমবার তফসিল ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।

তিনি জানান, তফসিল অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৬ সেপ্টম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহরের শেষ দিন। আর ভোট গ্রহণ করা হবে ২০ অক্টোবর।

এই নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আলোচনায় আছেন।

যশোর-৬ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচনের আগে শাহীন চাকলাদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন