আজঃ বৃহস্পতিবার ● ২০শে অগ্রহায়ণ ১৪৩২ ● ৪ঠা ডিসেম্বর ২০২৫ ● ১২ই জমাদিউস-সানি ১৪৪৭ ● সকাল ১১:২৯
শিরোনাম

By মুক্তি বার্তা

উঠতি বয়সের যুবতী ও নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ’ নামের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-১ এর নাভানা টাওয়ারের লেভেল ২২/এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, থেরাপি সেন্টারের আড়ালে দীর্ঘদিন যাবত এখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের যুবতী ও নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা ও যৌন শোষণ ও নিপীড়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তিনি আরও বলেন, অভিযানে অসামাজিক কার্যকলাপের সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন