আজঃ রবিবার ● ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ ● ৭ই ডিসেম্বর ২০২৫ ● ১৫ই জমাদিউস-সানি ১৪৪৭ ● দুপুর ১:৪২
শিরোনাম

By মুক্তি বার্তা

অবৈধ বালু উত্তোলনের জন্য ভ্রাম্যমাণ আদালতে ৩ লাখ জরিমানা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী রাজেন্দ্রপুর এলাকায় ড্রেজার দিয়ে ইঞ্জিন চালিত নৌকা অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৩ জনকে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. গোলাম কবির এ অভিযান চালান। এ সময় সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, থানার উপ-পরিদর্শক আতিকুল আলমের খন্দকার সহকারী উপ-পরিদর্শক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত ড্রেজার পরিচালনাকারী ভোলা সদর উপজেলার আব্দুর রহিমের ছেলে সিরাজ মিয়া ও সিলেট সদর উপজেলার ফখর উদ্দিনের ছেলে জুয়েল মিয়াকে দেড় লাখ টাকা এবং ইঞ্জিন চালিত নৌকার পরিচালনাকারী বরিশাল জেলা সদরের বাকেরগঞ্জের মৃত রশিদ আলীর ছেলে মো. জালালকে আরও দেড় লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা জরিমানা করে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন