আজঃ রবিবার ● ২২শে বৈশাখ ১৪৩১ ● ৫ই মে ২০২৪ ● ২৫শে শাওয়াল ১৪৪৫ ● বিকাল ৪:০৫
শিরোনাম

By মুক্তি বার্তা

ঊর্ধ্বতন-অধঃস্তন,  কেয়ন ইমরান

ফাইল ছবি

ঊর্ধ্বতন-অধঃস্তন
               কেয়ন ইমরান
ঊর্ধ্বতন মানে উপরের লোক,
যাদের ব‍্যবহার বলায় বাহুল্য।
অধঃস্তন তাকিয়ে থাকে অপলক,
যেন কুকুর-বেড়াল তুল‍্য।
সারাবেলা খাটানো যাদের স্বভাব,
তারাই হতে পারে ঊর্ধ্বতন।
অধঃস্তনের সত‍্যিই কি অভাব,
তাই কি সয় যাতন!
অধঃস্তন আসলে মানুষ নয়,
দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট কয়লা।
রংয়ের নেই কোন লয়,
সারা দেহ জুড়ে ময়লা।
ঊর্ধ্বতনের বিপদে যেন বীর,
সামনে দেয় বুক চিতিয়ে।
ঊর্ধ্বতনকে মান‍্য করে পীর,
জীবন‌ও দিতে পারে বিলিয়ে।
হায় ঊর্ধ্বতন! ভাব নাকি,
সেই অধঃস্তনকে নিয়ে একবার?
আলো স্বল্পতায় হয় জোনাকি,
অধঃস্তন মানে না’ক হার।
ঊর্ধ্বতনের জীবনে হয় প্রভাতী,
মধ‍্যাহ্নে হয় সূর্যমুখী ফুল,
অমানিশায় আলো দেয় একরত্তি,
থাক না অধঃস্তন আদুল।
তৃপ্তি দানে অধঃস্তন ব‍্যাকুল,
তব খুশি রাখতে কর্ম।
তবুও ঊর্ধ্বতন হানে শূল।
হায়, এ কেমন ধর্ম!
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন