আজঃ সোমবার ● ১৬ই বৈশাখ ১৪৩১ ● ২৯শে এপ্রিল ২০২৪ ● ১৯শে শাওয়াল ১৪৪৫ ● সকাল ৬:৫০
শিরোনাম

By: মুক্তি বার্তা

পাথর তুলতে প্রতিদিন ধরলা পাড়ে ছুটে আসছে শত শত নারী-পুরুষ

ফাইল ছবি

আরিফুল ইসলাম, মুক্তি বার্তাঃ বালু খুঁড়লেই মিলছে ছোট-বড় বিভিন্ন আকৃতির নূরী পাথর। এসব পাথর তুলতে প্রতিদিন ধরলা পাড়ে ছুটে আসছে শত শত নারী-পুরুষ। তাদের কর্মচাঞ্চল্য দেখে মনে হচ্ছে যেন পাথরের খনির সন্ধান মিলেছে।এরকমই এক অদ্ভুত ব্যাপার ঘটছে কুড়িগ্রাম, ফুলবাড়ী উপজেলার

শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম মাথায়। সেতুর সংযোগ সড়কের দুই পাশের পরিত্যক্ত জমির বালু খুঁড়েই তোলা হচ্ছে নূরী পাথর। সব বয়সের নারী-পুরুষ  বিভিন্ন ধরনের দেশীয় সামগ্রী নিয়ে বালু খুঁড়ে সংগ্রহ করছে এসব পাথর।বালু খুঁড়ে পাথর তুলতে আসা কয়েকজন  জানান, সেতুর কাজ করার সময় সংযোগ সড়কের দুই পাশের পরিত্যক্ত জমিতে ঠিকাদারি প্রতিষ্ঠান পাথর স্তুপ করে রাখে। বন্যায় কিছু পাথর বালুর নিচে ঢুকে যায়। সেতুর কাজ শেষ হওয়ার পর পরিত্যক্ত জমি চাষ করার সময় পাথরগুলো বেরিয়ে আসে। পাথর থাকলে ফসল হবে না, এ কারণে জমির মালিকরা স্থানীয়দের পাথর তোলার নির্দেশ দেয়। সেই থেকে জমির বালু খুঁড়লেই বেরিয়ে আসছে পাথর।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বালু থেকে তোলা এসব পাথর কেউ নিজের ঘর নির্মাণে ব্যবহার করছে আবার কেউ কেউ বিক্রিও করছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন