আজঃ শনিবার ● ২১শে বৈশাখ ১৪৩১ ● ৪ঠা মে ২০২৪ ● ২৪শে শাওয়াল ১৪৪৫ ● সন্ধ্যা ৬:৩০
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় পেয়ারা ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ সন্তানের জনকের মৃত্যু

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পেয়ারা ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইলিশমারী গ্রামের মৃত শামছুদ্দিন জমাদ্দারের ছেলে।

রোববার বেলা ১১টার দিকে ইলিশমারী মাঠে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ইলিশমারী গ্রামের ইউপি সদস্য ইউসূফ আলী বলেন, গ্রামের মাঠের একটি সেচ প্রকল্পের মোটরের পাশে তার একটি থাই পেয়ারা বাগান আছে। সেখানে পানি দেয়ার জন্য তিনি মোটরটির সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য ইউসূফ আলী আরো বলেন কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফনের অনুমতি দেয়া হয়। এরপর আছর নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন