আজঃ সোমবার ● ২৯শে পৌষ ১৪৩২ ● ১২ই জানুয়ারি ২০২৬ ● ২২শে রজব ১৪৪৭ ● সকাল ১০:১৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

আগুনে পুড়লো কৃষকের গোলা ভর্তি শস্য 

ফাইল ছবি

 ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ- ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে আগুন লেগে কৃষকের গোলা ভর্তি বিভিন্ন জাতের শস্য পুড়ে চাই হয়েছে।
এতে করে কৃষকের প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সিংরইল উত্তরপাড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র আঃ জব্বার (৬৫)।
এবিষয়ে কৃষকের ভাই নাজিমুদ্দিন মাষ্টার বলেন, যে ঘরটিতে আগুন লেগেছে সেটা বিভিন্ন শস্য রাখার গোলাঘর সবসময় তালাবদ্ধ থাকে।ঘরটিতে প্রায় ৩’শ মণ ধান সহ, চাল, মরিচ, বাদাম ছিল। এরমধ্যে  ১’শ মণ ধান সহ সব কিছুই কম বেশি পুড়েছে। ঘরটিতে কোন বিদ্যুৎ সংযোগ নেই বা এর আশে পাশে কোন আগুন লাগার মতো কোন উৎস  নেই।
তিনি অভিযোগ করে বলেন এই এলাকাটিতে বিভিন্ন এলাকা থেকে  জুয়ারিরা নিয়মিত  খেলতে আসে  মাদকসেবীরাও নিয়মিত আড্ডা দেয়। এরাই হয়তো চোরি করতে না পেরে আগুন লাগিয়ে চলে গেছে।
স্থানীয় ইউপি সদস্য  মোঃ সাইদুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখানে আগুন লাগার কোন উৎস নেই এটা দুষ্কৃতকারীদের ঘটানো কাজ।
এবিষয়ে নান্দাইল  ফায়ার সার্ভিসের টীম লিডার আঃ মালেক জানান,এলাকাটি একটি দূর্গম এলাকা। আমরা ঘটনাস্থলে  পৌঁছতে সময় লেগেছে। আমরা যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেসবুকে লাইক দিন