আজঃ শনিবার ● ২৭শে পৌষ ১৪৩২ ● ১০ই জানুয়ারি ২০২৬ ● ২০শে রজব ১৪৪৭ ● সকাল ১০:৫৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় করেনাকালে শিশুখাদ্য, গো-খাদ্য ও অর্থ বিতরণ

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধি:

যশোরের চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদে করোনাকালিন সহায়তা হিসেবে শিশুখাদ্য, গো-খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এই সহায়তা বিতরণ করা হয়। ২০টি পরিবারে শিশুখাদ্য হিসেবে ল্যাকটোজেন দুধ, ১ কেজি করে সূজি ও ১ কেজি করে চিনি দেয়া হয়। ২০ পরিবারে গো-খাদ্য হিসেবে ২৫কেজি করে কুড়া, ২৫কেজি করে পালিশ কুড়া, ২০কেজি করে ভূষি দেয়া হয়। এছাড়া ৫০ ব্যক্তিকে  ৫শত টাকা করে দেয়া হয়।

এসময় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া, ইউপি সদস্য আজিজুর রহমান, আমিনুর রহমান, তারিক হাসান বাবুল, কামাল হোসেন, শিপন ব্যাপারি, শামছুল হক, সাইফুল ইসলাম, নজিবর রহমান, শিল্পি খাতুন, রহিমা বেগম, মাছুমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন