আজঃ বুধবার ● ১৮ই বৈশাখ ১৪৩১ ● ১লা মে ২০২৪ ● ২০শে শাওয়াল ১৪৪৫ ● ভোর ৫:৫০
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় জগদীশপুর ইউনিয়নের ভ্যান চালকদের করোনা কালিন আর্থিক সুবিধা প্রদান

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় করোনাকালে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ছোট ছোট যানবাহন চালকদের মধ্যে সরকারি সহযোগিতার ৫শ টাকা করে বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মাড়–য়া ইউসূফ আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে জগদীশপুর ইউনিয়নের ২শ ভ্যান, আলমসাধু, নছিমন, করিমন, ইজিবাইক চালকদের মধ্যে এই টাকা বিতরন করা হয়।
জগদীশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তবিবর রহমান খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে চৌগাছা প্রেসক্লাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ মেম্বার ইমতিয়াজ আলী, মজনুর রহমান, হযরত আলী, বরকত আলী, রবিউল ইসলাম, আবু হোসেন, লিটন আলী, মোফাজ্জেল হোসেন, তরিকুল ইসলাম, কল্পনা রাণি, রোকেয়া বেগম, স্বপ্না বেগম, ইউপি সচিব রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তবিবর রহমান খান বলেন এই লকডাউনের সময়ে ছোটছোট এসব যানবাহন চলাচল বন্ধ থাকায় তারা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছেন। একারনে ইউনিয়নের বরদ্দ ৫শ জনের মধ্যে ২শ ছোট ছোট যানবাহন চালকদের এই টাকা দেয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন