আজঃ মঙ্গলবার ● ৭ই মাঘ ১৪৩২ ● ২০শে জানুয়ারি ২০২৬ ● ৩০শে রজব ১৪৪৭ ● রাত ১১:৪৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় বীর মুক্তি যোদ্ধার স্ত্রী আত্মহত্যা !

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সখিনা বেগম(৫৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের হিজলীা গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধার আব্দুল লতিফের স্ত্রী। সোমবার দুপুরে নিজের বাড়ির দক্ষীন পাশে বাগানে ভিতর সবার অগোচরে ঘাসপোড়া বিষপান করেন।বাগানের ভিতর ছটফট করতে দেখে পরিবারের লোকজন তারাতারী করে চিকিৎসার জন্য  সরকারী হাসপাতালে নেন। সোমবার গভীর রাতে চিকিৎসাদিন অবস্থায় মৃত্যবরণ করেন। কর্তব্যরত ডাক্তার মৃত্ ঘোষনা করেন।মৃত্য বেক্তির ছেলে হাতেম আলী (২২)বলেন আমার মা দির্ঘদিন মানষিক রোগে অসুস্থ্য ছিলেন রোগ যন্ত্রনা সহিতে নাপেরে আত্নহত্যা করার জন্য ঘাসপোড়া বিষপান করেন।

চৌগাছার থানার এস আই আসিকুর রহমান  লাশটি  ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

ফেসবুকে লাইক দিন