আজঃ মঙ্গলবার ● ৩০শে পৌষ ১৪৩২ ● ১৩ই জানুয়ারি ২০২৬ ● ২৩শে রজব ১৪৪৭ ● সন্ধ্যা ৭:০১
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় ইউনিয়ন পর্যায়ের টিকা ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা প্রদানের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী কাফি বিন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান, ডা. মাসুম বিল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং যেসব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে করোনা ভাইরাসের টিকাকেন্দ্র করা হয়েছে সেসব স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৭ আগস্ট করোনা ভাইরাসের টিকা ক্যাম্পেইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন