আজঃ বুধবার ● ২৫শে বৈশাখ ১৪৩১ ● ৮ই মে ২০২৪ ● ২৮শে শাওয়াল ১৪৪৫ ● সকাল ৮:১৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় নারকেল গাছের মাথায় বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন শ্রমিক

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় নারকেল গাছের মাথায় বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া আরশেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির  লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। তিনি উপজেলার গয়ড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের আইজুল ইসলামের একটি নারকেল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শিমুল হোসেন বলেন, আরশেদ আলী নারকেল গাছ পরিস্কারের শ্রমিক হিসেবে কাজ করেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গদাধরপুর গ্রামের আইজুল ইসলামের একটি নারকেল গাছ পরিস্কার করছিলেন। এসময় গাছের একটি ডাল (স্থানীয় ভাষায় ডেগো) কাটা সম্পূর্ণ হওয়ার আগেই গাছের পাশ দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের মেইন লাইনের উপর পড়লে গাছসহ তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এবং  প্রায় ২০ ফুট উঁচু গাছের মাথায় মারা গিয়ে ঝুলে থাকেন। পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ চলাচল বন্ধ করে তার লাশ উদ্ধার করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

ফেসবুকে লাইক দিন