আজঃ বৃহস্পতিবার ● ৮ই কার্তিক ১৪৩২ ● ২৩শে অক্টোবর ২০২৫ ● ২৯শে রবিউস-সানি ১৪৪৭ ● ভোর ৫:১৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় মাদকসহ রবিউল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ডিসেম্বর) উপজেলার খড়িঞ্চা বাজার থেকে ভোর ৬.৪০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় আসামির সাথে থাকা এক সহযোগী যশোর ফুলবাড়ির জোহর আলী মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৩৭) পালিয়ে যেতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম যশোর জেলার কোতোয়ালি থানার ওসমানপুর গ্রামের মোমিন আলী বিশ্বাসের ছেলে।
এসময় আসামীর নিকট হতে ২৫ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। চৌগাছা থানার এ এস আই মোঃ কামালের নেতৃত্বে এস আই বিপ্লব, কনস্টেবল শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়।
এএসআই মোঃ কামাল বলেন, মঙ্গলবার ভোর ৬.৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খড়িঞ্চা বাজারে অবস্থানরত পুড়াপাড়া বাজার থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হওয়া আসামী রবিউল ইসলামকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করি। এবং আসামীর এক সহযোগী সিরাজুল ইসলাম দৌড়ে পালাতে সক্ষম হয়। তিনি আরো বলেন, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন, সুতরাং মামলা হবে।

ফেসবুকে লাইক দিন