আজঃ রবিবার ● ২৮শে পৌষ ১৪৩২ ● ১১ই জানুয়ারি ২০২৬ ● ২১শে রজব ১৪৪৭ ● রাত ৯:৫৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় হিলফুল ফুজুল ইসলামী পাঠাগারের নির্বাচনে সভাপতি জিহাদ ও সম্পাদক তারিক

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার দারুস্ সুন্নাত হিলফুল ফুজুল ইসলামী পাঠাগারের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ড দিদিহার গ্রামের অলিরবাড়িতে পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে পাঠাগারের সাবেক সহসভাপতি মো. জিহাদুল ইসলাম ৪১ ভোটের মধ্যে ২২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম সাহিন [শাহীন] পেয়েছেন ১৮ ভোট, সর্বাধিক ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তারিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরিফুল ইসলাম পেয়েছেন ১১ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আরিফুল ইসলাম রাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাওন পেয়েছেন ১৯ ভোট। ভোটাররা ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের স্বাধীন মতামত প্রকাশ করেন। বিজয়ীরা আগামী এক বছরের (২০২২ সাল) জন্য পাঠাগারের দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরবর্তী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অলিরবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা ও বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ, পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি  মো. জাহিদুল ইসলাম, নবনির্বাচিত সভাপতি মো. জিহাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাঠাগারের সাবেক সহসভাপতি মো. রিয়াজুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন