আজঃ সোমবার ● ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ ● ৮ই ডিসেম্বর ২০২৫ ● ১৬ই জমাদিউস-সানি ১৪৪৭ ● সকাল ১১:৩৬
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- “জগৎ”

জগৎ
কেয়ন ইমরান
ধূসর পৃথিবী সাজিয়েছেন ধাতা
আপন হাতে অপরুপ সাজে।
কমতি-বাড়তি নেই কিছুরই
সবই নির্দিষ্ট পরিমাণে পরিমিত,
ধরাতে রেখেছেন খোদা সঞ্চিত।
এই নিয়ে আমাদের বাস,
খোদা মিটিয়েছেন সকল আশ।
শূণ্যতা, অপূর্ণতা নেই কোথাও,
এতটুকুও নেই অশুদ্ধ, অসমান।
প্রবহমান একই নিয়ম-নীতি,
অসংগতি নেই কোন প্রকার।
সর্বশ্রেষ্ঠ, অতুলনীয় খোদার আচার!
শ্রেষ্ঠ জীব আমরা খোদার,
বিবেকতাবোধ দিয়েছেন মোদের ভিতর।
নবীকে না করলে তৈরি
কোনকিছুই সৃষ্টি হত না,
আসত না ধরায় মাখলুকাত।
চন্দ্র, তাঁরা তারই সৃষ্টি,
ধরার রীতিও আপনার কৃষ্টি।
তিনিই সমগ্রতে চির মহান,
অতুলনীয়, অবর্ণনীয় তার অবদান।
দ্যুলোক-ভ্যূলোক সবকিছুরই মালিক,
করেছেন সৃষ্টি আপন যত্নে।
কেউ তার নেই স্রষ্টা,
তিনিই জগতের একমাত্র অধীশ্বর।
পাপ-পূণ্যের দেবেন বর।
আল্লাহ দয়াময়, উদার, ক্ষমাশীল
কারো সাথে নেই মিল।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন