আজঃ মঙ্গলবার ● ১৩ই কার্তিক ১৪৩২ ● ২৮শে অক্টোবর ২০২৫ ● ৫ই জমাদিউল-আউয়াল ১৪৪৭ ● সকাল ৮:২৭
শিরোনাম

By মুক্তি বার্তা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ

ফাইল ছবি

অভিযান চালিয়ে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ আগষ্ট) রাতে কক্সবাজারের টেকনাফ  উপজেলার জাদিমুরা এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১১ কোটি ৭০ লাখ টাকা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রাতে টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাদিমুড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে।

এমন গোপন খবরে অভিযান চালায় বিজিবির দমদমিয়া বিওপির বিশেষ টহলদল।

পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে রেখে পালিয়ে যান। এরপর ওই বস্তাগুলোতে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন