আজঃ বৃহস্পতিবার ● ১৯শে বৈশাখ ১৪৩১ ● ২রা মে ২০২৪ ● ২১শে শাওয়াল ১৪৪৫ ● ভোর ৫:৪৩
শিরোনাম

By মুক্তি বার্তা

মক্কা ও মদিনার পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ

ফাইল ছবি

পবিত্র দুই মসজিদ মক্কা ও মদিনার পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ দিয়েছে সৌদি সরকার।

দেশটিতে নারীর কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে সৌদি সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। খবর আরব নিউজ ও ডেইলি মেইলের

মক্কা ও মদিনার দুই মসজিদে প্রশাসনিক ও কারিগরিসহ বিভিন্ন পদে এই ১০ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি রাজতন্ত্রে মসজিদ পরিচালনার ঊর্ধ্বতন পদে নারী নিয়োগের ঘটনা খুবই বিরল ঘটনা।

এর আগে, ২০১৮ সালে এই দুই মসজিদে নেতৃত্ব পর্যায়ে ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছিল।

নারীদের জন্য সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বেশ কিছু সংস্কার আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এখন সেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে, সিনেমা হলে নারীরা যেতে পারে এবং কনসার্টে নারী-পুরুষ একসাথে যেতে পারে। সূত্র-আরব নিউজ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন