আজঃ শনিবার ● ২৮শে আষাঢ় ১৪৩২ ● ১২ই জুলাই ২০২৫ ● ১৬ই মুহাররম ১৪৪৭ ● রাত ১১:১৮
শিরোনাম

By মুক্তি বার্তা

দক্ষিণ সুনামগঞ্জে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু

ফাইল ছবি

পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালেদ মগঞ্জের জয়কলস ইউপির গাগলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন এর গাগলী গ্রামের একই পরিবারের সৈয়দুর রহমান এর ছেলে সাহিম মিয়া(৬) ও সাহিদুর রহমানের মেয়ে মারিয়া বেগম।

গাগলী গ্রামের বাসিন্দা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সালেহ জনি বলেন, সকালে বাড়ির উঠানে খেলা করছিল ওরা ভাই বোন। একপর্যায়ে তারা দুজনেই বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পাওয়া গেলে দুপুর ১.৩০ টার দিকে একজনের লাশ ডুবার মধ্যে ভেসে উঠে। সন্দেহজনক ভাবে ডুবার পানিতে আরও খোঁজাখুঁজি করলে অন্যজনের লাশও পাওয়া যায়। পরে স্থানীয়দের তৎপরতায় দুজনের লাশ ডুবা থেকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, একই পরিবারের দুই ভাই বোনের মৃত্যুতে ওদের পরিবারে শোকের মাতম চলছে।

এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন