আজঃ বৃহস্পতিবার ● ২৮শে অগ্রহায়ণ ১৪৩১ ● ১২ই ডিসেম্বর ২০২৪ ● ৯ই জমাদিউস-সানি ১৪৪৬ ● রাত ১০:৪২
শিরোনাম

By মুক্তি বার্তা

বিস্ফোরণের ঘটনায় সেই মসজিদের সামনে তিতাস গ্যাসের পাইপ থেকে আবারো গ্যাস নির্গত হচ্ছে

ফাইল ছবি

নারায়ণগঞ্জের তলায় মসজিদ বিস্ফোরণের ঘটনায় সেই মসজিদের সামনে তিতাস গ্যাসের পাইপ থেকে আবারো গ্যাস নির্গত হচ্ছে। শুক্রবার বিকেলের পর থেকে এলাকাবাসী গ্যাস নির্গত হতে দেখে। এর আগে বৃহস্পতিবার গ্যাস লাইনের লিকেজ মেরামত করে তিতাস কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলের পর থেকেই মসজিদের সামনের পাইপে আবারো গ্যাস নির্গত হতে থাকে। প্রায় আধা ঘণ্টার বেশি সময় এই গ্যাস নির্গত হয় বলে এলাকাবাসী প্রত্যক্ষ করেন।

তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোনের উপ মহা ব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম জানান, এ ধরনের তথ্য আমরা এখনো পাইনি। তবে গ্যাস বের হয় কিনা সেটি চেক করতে আমরা এখনো মাটি ভরাট করিনি। যদি এরকম গ্যাস বের হয়ে থাকে তাহলে কালকে মেরামত করে দেওয়া হবে।

গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটো সাংবাদিকসহ ৩৯ জন দগ্ধ হয়। যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে গত শুক্রবার রাত থেকে বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত ৩১জন মৃত্যুবরণ করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন