By মুক্তি বার্তা
ভোমরা স্থলবন্দর দিয়ে আসা পাঁচ ট্রাক পেঁয়াজের অর্ধেক পঁচা
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পাঁচ ট্রাক পেঁয়াজ এসেছে। তার মধ্যে অর্ধেক পেঁয়াজই পচে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল রবিবার বিকেলের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে পাঁচ ট্রাক পেঁয়াজ এসেছে।
ভোমরা সিএন্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আমির হামজা জানিয়েছেন, ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস অফিস থেকে পেঁয়াজ রপ্তানি করতে টালবাহানা শুরু করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে ১৪ ট্রাক্টর রপ্তানির সিদ্ধান্ত দেয়। কিন্তু সময়ের অভাবে সন্ধ্যা ছয়টার দিকে মাত্র পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি করা সম্ভব হয়। আমদানিকৃত ৫ ট্রাক পেঁয়াজের ওজন ছিল ১৩১ মেট্রিক টন।
মুবার্তা/এস/ই