By মুক্তি বার্তা
গেল দুদিনে তিনটি ধর্ষণ ও বলৎকারের ঘটনা
নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে গেল দুদিনে তিনটি ধর্ষণ ও বলৎকারের ঘটনা ঘটেছে। উপজেলার মাটিকাটা, কুতুবদিয়া ও কালিয়াকৈর বাজার এলাকায় পৃথক ঘটনায় মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানায় তিনটি মামলা রজু করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে কালিয়াকৈর বাজারের একটি বাসায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে মিজান নামে এক যুবক ধর্ষণ করে পালিয়ে যায়। মিজান কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকার মৃত রহমত উদ্দিনের ছেলে ।
একই রাতে উপজেলার মাটিকাটা এলাকার একটি বাসায় কাইয়ুম নামে এক যুবক রুমে ঢুকে ঘুমন্ত এক কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে খুন করার হুমকি দিয়ে রুম থেকে চলে যায় কাইয়ুম। কাইয়ুম উপজেলার মাটিকাটা এলাকার ছানোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে রোববার সকালে উপজেলার মৌচাক নবুয়ারবাগ এলাকায় একটি বাসায় গোপাল চন্দ্র কন্ডু নামে এক ব্যক্তি ওই এলাকার ৭ বছর বয়সী এক ছেলেকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক বলৎকার করে। গোপাল চন্দ্র কন্ডু সিরাজগঞ্জের বেলকুচি থানার চালাদক্ষিন গ্রামের হরিদাস কন্ডুর ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জনান, পৃথক ৩টি ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩টি মামলা হয়েছে। অভিযুক্ত মিজানুর রহমান ও গোপাল চন্দ্র কুন্ডুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মুবার্তা/এস/ই