আজঃ রবিবার ● ২৮শে আশ্বিন ১৪৩১ ● ১৩ই অক্টোবর ২০২৪ ● ৯ই রবিউস-সানি ১৪৪৬ ● সন্ধ্যা ৭:৩৬
শিরোনাম

By মুক্তি বার্তা

বিউটি সার্কাস’র শুটিং শুরু

ফাইল ছবি

সব বাধা পেরিয়ে আবারও ‘বিউটি সার্কাস’র শুটিং শুরু হয়েছে। গেল শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে এর শুটিং চলছে সাভারে।

এ ব্যাপারে পরিচালক জানিয়েছেন,  সাভারে ডিপজলের শুটিং বাড়িতে কাজ করছেন তারা।  জয়া আহসান ও গাজী রাকায়েতের শট নিচ্ছেন। এবার পুরো ছবি শেষ করে দর্শকদের সামনে নিয়ে আসতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মাহমুদ দিদারের এ ছবিতে অভিনয় করছেন জয়া আহসান, ফেরদৌস, তৌকির আহমেদ, হুমায়ূন সাধু ও এবিএম সুমন। ছবির গল্পে জয়া একজন সার্কাসের অভিনেত্রী চরিত্রে অভিনয় করছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন