By মুক্তি বার্তা
রিন্টু চাচার বিবাহ বার্ষিকীতে, শুভেচ্ছা জানাই “মুক্তি বার্তা”তে
বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা
আব্দুল আলীম, মুক্তিবার্তা
একটু বাবা আবেগ মনে
কথা বলবো অনেকক্ষণে,
ভাষা হবে মুরব্বী সাজে
মাইন্ড করবেন না এরই মাঝে।
সবশেষে ক্ষমা করবেন
ভাষায় ভাষায় ভুল পেলে,
তবুও আজ বলবো বাবা
মনটাকে মোর হেলে দুলে।
জীবনের একটি অংশ
যেখানে রয়েছে বাঁধা,
জীবন কর্মের ঐশ্বর্য
যেখানে মূর্তিমান
সেই কীর্তি যার মাঝে
বাজায় সুখের ধ্বনি,
সে তো আর কিছু নয়
জীবনের একই অঙ্গে গাথা
সৃষ্টিকর্তার মহিমায় পাওয়া
কীর্তিময় এক জীবন সঙ্গী।
কি আর বলিবো চাচা
বলে গেলাম ছন্দের সাজে,
ব্যক্ত করিলাম কলম ধরে
শুন্য হাতে শূন্যের মাঝে।
অনেকেই অনেক বলেছে
যা পারিনি আমি,
তাই বলে চাচা পর করো না
মুখ ভ্যাঙচাইয়া তুমি।
আজকের দিনটার ভিন্ন অনুভুতি
ভিন্ন তাহার সাধ,
সবাই বুঁঝবে না যার মজা
তুমি বুঝবে বাপ।
কত আশা, আকাঙ্খা নিয়ে
দুই মনের জোড়া,
বিধাতা মিলায়েছে বাবা
দাও তার সাড়া।
অনেক মনের মাঝে
এমনই এক মন,
তুমি পাইছো যাহা
গাও তার গুণকীর্তন।
সকল স্থানেই দায়িত্ব নিয়ে
চলেছো যেভাবে জীবনে,
স্ত্রী, সন্তান-মাকে নিয়ে
কাটাও সুখের শয়নে।
দোয়া করি ভালো থেকো
ভাবনার কিছু নাই,
আজকের দিনে ভালোবেসে
এই গান গাই।
যাই হোক বাবা তোমার তরে
আবারও জানাই অভিনন্দন,
বিবাহবার্ষিকীতে পূর্ণ হোক
তোমার ভবিষ্যৎ জীবন।
এই দোয়াতেই শুভেচ্ছা রহিলো
বউমার তরে আমার,
বিবাহবার্ষিকী শুভ হোক
বাকী জীবন সুখের হোক তার।
শুভেচ্ছান্তে——-
সম্পাদক ও প্রকাশক, মুক্তিবার্তা