আজঃ শনিবার ● ১৪ই বৈশাখ ১৪৩১ ● ২৭শে এপ্রিল ২০২৪ ● ১৭ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ৬:৫৪
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- “গোপালের ফেরা”

ফাইল ছবি

গোপালের ফেরা
            কেয়ন ইমরান
নির্জন আঁধারে বসিয়া ভাবিতেছি,
আমি একা নির্বিকার বোকা অরণ্যে।
হঠাৎ কে যেন এলো; মাতিয়াছি
তখন কাব্য রচনায় উচ্ছ্বল তারুণ্যে।
নাম ধরিয়া যবে ডাকিল মোরে
চিনিতে রহিল না বাকি-“ গোপাল!
এসেছিস তবে, ফেলে জলে প্রতিমারে।
কি মাঙলি- দেশের যে হাল!”
গাঁদা পুষ্প হস্তে ধরিয়া- “লও
তোমার জন্য সামান্যতম এই উপহার।”
“খুব ভালো, সতেজ পুষ্প, দাও।
(নিঃশ্বাস নিয়ে) ওহ, ধন্যবাদ তোমার।”
“কেমন আনন্দ উপভোগ করেছিস বল?”
“মিষ্টি, দই আর খই বেড়ানোর
আনন্দ কই! খেয়েই পরিশোধ, অচল
হয়ে পড়েছি- তবে স্মৃতিটাই অমর।”
“শরৎ গগনে দিয়েছে কি দোলা?”
“কে বা আর আসবে এমন-
আমি তো এক মস্ত ভোলা।
পায়নি শুভক্ষণ, জুগিয়েছি মায়ের মন।”
“যাহোক ফিরলে কেন এই এখন?”
“সাজাতে-গোছাতে হয়ে গেল দেরি,
সবাইকে বিদায় দিতে এই মন
অখুশি, এগোয় আর পশ্চাতে হেরি।”
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন