By মুক্তি বার্তা
চৌগাছা পৌরসভা আওয়ামী সেচছাসেবক লীগ কমিটির প্রস্তুত সভা অনুষ্ঠিত
শ্যামল দত্ত, চৌগাছাঃ যশোরের চৌগাছা বিকাল ৪ টায় চৌগাছা ছাড়া পাইলাট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে আওয়ামী সেচছাসেবক লীগর পৌর কমিটির প্রস্তুত সভা অনুষ্ঠিত হয় ।
প্রস্তুত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী সেচছাসেবক লীগের আহবায়ক ও চৌগাছা প্রসক্লাবের সভাপতি জিয়াউর রহমার রিন্টু, আওয়ামী সেচছাসেবক নেতা ও চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, আওয়ামী সেচছাসেবক নেতা ও চৌগাছা প্রসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, নারায়ানপুর ইউপি আওয়ামী সেচছাসেবক সভাপতি মেজবা উদ্দিন ইটু, পৌর আওয়ামী সেচছাসেবক লীগর প্রস্তুত কমিটির নেতা বকুল হোসেন, রুহুল আমিন, রকনুজ্জামান সুমন, ফারুক হোসেন, তুষার বিশ্বাষ, মিজানুর রহমান ,আকাশ, প্রমুখ।
মুবার্তা/এস/ই