By মুক্তি বার্তা
চৌগাছায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন
চৌগাছা প্রতিনিধিঃ ‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো’ শ্লোগানে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ।
শনিবার বেলা ১০ টা ১৫ মিনিটে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অনন্ত সরকার, যুগ্ম আহবায়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, সহ-সভাপতি ধীরেন দে, সন্তোষ রায়, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, আওয়ামী লীগ নেতা আহাদুল ইসলাম নজরুল, চৌগাছা পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অভীজীৎ কুমার রায়, যুগ্ম সম্পাদক কার্তিক চন্দ্র দে, পূজা উদযাপন পরিষদ নেতা ও শ্রী শ্রী রাজেশ্বরী মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার, সাধারণ সম্পাদক সুজন, পূজা উদযাপন পরিষদ নেতা মানিক, বলরাম সরদার প্রমুখ।
মুবার্তা/এস/ই