By মুক্তি বার্তা
শিশু পুত্রকে নিয়ে স্বামীকে হারিয়ে দিশেহারা এএসপি আনিসুল করিমের স্ত্রী
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ এএসপি আনিসুল করিমের মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার। তার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও সহকর্মীরা। এরই মধ্যে গাজীপুরে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে আনিসুলের। তিন বছরের সাফরানকে নিয়ে শোকে স্তব্ধ এএসপি আনিসুল করিম শিপনের স্ত্রী শারমীন। অকালে স্বামীকে হারিয়ে তার জীবনে যেন নেমে এসেছে অমানিশার ঘোর অন্ধকার।
প্রসঙ্গত গতকাল সোমবার রাজধানীর আদাবরে ‘মাইন্ড এইড’ নামের একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মারধরে নিহত হন। তিনি বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
মুবার্তা/এস/ই