আজঃ শুক্রবার ● ১৫ই চৈত্র ১৪৩০ ● ২৯শে মার্চ ২০২৪ ● ১৭ই রমযান ১৪৪৫ ● রাত ৪:১২
শিরোনাম

By মুক্তি বার্তা

বর্ষণমুখর রাত- সোহেল সানি

ফাইল ছবি

বর্ষণমুখর রাত
          সোহেল সানি
প্রবল বর্ষণমুখর রাত,
শব্দ-বিকট,
মেঘেদের ঘর্ষণে তুমুল প্রকম্পন।
ধেয়ে আসা হাওয়া,
অজানা ভীতি,
নড়বড়ে অসহিষ্ণু মন।
দুর্দমনীয় ইচ্ছেগুলো
কল্পনায়-
উদ্যত উষ্ণ ভঙ্গিমা,
সবই মূহুর্তে অচল।
স্বপ্নে বিভোর অস্থি মনন-
জড়ায়ে বাহুবন্ধনী
বেপরোয়া চুম্বন,
বর্ষণমুখর প্রথমার রাত।
ততক্ষণে উষ্ণীষ শিহরণ
জাগায়ে ধৈর্যহারা
অচেনা স্ফূলিঙ্গের উন্নতশির।
অফুরান তৃপ্তিরজালে
বাঁধা পড়ে প্রথমার রাত,
আঁখিযুগলে বয়ে যায়-
অশ্রুজলপ্রপাত।
তবুও থমকে দাঁড়াবার নয়,
শিহরিত স্পন্দনে,
শৌর্যবীর্য একাকার
হয়ে যায় অঝোর জলরাশি।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন