আজঃ বুধবার ● ১১ই বৈশাখ ১৪৩১ ● ২৪শে এপ্রিল ২০২৪ ● ১৪ই শাওয়াল ১৪৪৫ ● রাত ১১:৫৮
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- কর্তা এতিম সন্তান, কেয়ন ইমরান

ফাইল ছবি

কর্তা এতিম সন্তান
           কেয়ন ইমরান
মাতা-পিতাহীন পরিবারের সন্তান মানে
দায়িত্বের বোঝা কাঁধে লয়ে ঘোরা।
হাস্যজ্জ্বল মানুষ স্বীয় স্বপ্ন বলিদানে,
গোপনে মনে জেগে ওঠে সাহারা।
সকলের চাহিদা মেটায় অতৃপ্ত আত্মা।
অগোচরে জল আসে চোখের কোণে,
পরিবার বাঁচাতে ছাড়ে আপন সত্ত্বা।
কত কষ্ট শুধু উপাধান জানে।
মনে মনে খুঁজে ফেরে শান্তি-
পূর্ণ অবসাদ ঢাকে ছলনার আড়ালে।
রাতের আঁধারে অনুভব করে ক্লান্তি-
সমীরণ বেগ জীবনের ছেঁড়া পালে।
স্বাধীন বিচরণে গন্ডি পড়ে যায়,
জাগ্রত হয়ে ওঠে তখন দায়িত্ববোধ।
সিক্ত আঁখিতে কুটো পড়ে নাটকীয়তায়
শেষ হতে থাকে জীবনের সাধ।
অনেকের জীবন কেটে যায় একাকী,
টিকিয়ে রাখতে গিয়ে দায়িত্বের সদন।
আপনার সাথে আপনি দেয় ফাঁকি
অন্তরে কষ্ট থাকে হাসিমাখা বদন।
স্বপ্নকে গলা টিপে হত্যা করে
পরিবারের হাল ধরা এতিম সন্তান।
অজানা কষ্টকে বরণ করে শ্রদ্ধাভরে
পরিবারের তরে গায় আপনি জয়গান।
স্বীয় ললাটে ছাই মাখে দুহাতে
পরিবারকে রাখতে উজ্জ্বল পৃথিবীর বুকে।
ভৃত্য হতে চাই জীবনের সভাতে
পরিবারের সদস্যদের হিতে বিলায় নিজেকে।
হায়! পরিবারের কর্তা এতিম সন্তান।
মৃত্তিকা তলে দাফন করে আশা,
চঞ্চল মন হয়ে যায় সুনশান।
পূর্ণতা পায় না স্বপ্নের বাসা।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন