আজঃ সোমবার ● ৯ই বৈশাখ ১৪৩১ ● ২২শে এপ্রিল ২০২৪ ● ১২ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ১১:৪৮
শিরোনাম

By মুক্তি বার্তা

ক্রিকেট ক্যারিয়ারটা পুরোপুরি শুরুর আগেই ছেড়েছেন পৃথিবী

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সজিবুল ইসলাম সজীব ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই সদস্য ছিলেন। বিশ্বকাপের দলে জায়গা না হওয়ায় ছাড়েন ঢাকা। এরপর নিজ শহর রাজশাহীর কাটাখালি ‘বাংলা ট্র্যাক’ নামের একটি ক্রিকেট একাডেমিতে হেড কোচ হলেন খালেদ মাহমুদ সুজনের তত্বাবধানে ছিলেন।

অথচ তার থাকার কথা ছিল সবুজে মোড়ানো ২২ গজের পিচে। তবে চলে গেলেন চিরতরে। ক্রিকেট ক্যারিয়ারটা পুরোপুরি শুরুর আগেই ছেড়েছেন পৃথিবী।

কিন্তু এই আত্বহত্যা? পুলিশ জানিয়েছে, রাজশাহীর দূর্গাপুরে শনিবার রাত দশটায় সজিবুল নিজ রুমের দরজা বন্ধ করে দেন। পরদিন সকালে সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ভেতরে ঢোকার পর তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে বেশ কয়েক ঘণ্টা আগেই মারা গেছেন তিনি।

এ নিয়ে খালেদ মাহমুদ সুজন জানান, সজীবের মতো এত ভদ্র, প্রতিভাবান একটা ছেলে এটা করেছে আমি ভাবতেই পারছি না। শাইনপুকুরের হয়ে ফার্স্ট ডিভিশনে খেলেছে। ও দারুণ ক্রিকেট খেলত। ওপেনিংয়ে ব্যাটিং করার পাশাপাশি মিডিয়াম পেসও করত।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটের তালিকায়ও ছিলেন সজীব। সজীবের স্বজনেরা দাবি করেছেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ না পাওয়ার হতাশায়  আত্নহত্যা করেছেন তিনি।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন