আজঃ শুক্রবার ● ২৯শে চৈত্র ১৪৩০ ● ১২ই এপ্রিল ২০২৪ ● ২রা শাওয়াল ১৪৪৫ ● রাত ১০:১৭
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছা পৌরসভার হিসাব রক্ষক নজরুল ইসলামের পিতার ইন্তেকাল

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা পৌরসভার হিসাব রক্ষক নজরুল ইসলামের পিতা সুরোত আলী (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরোত আলী। মৃত্যুকালে ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
এ দিন বাদ আসর ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পৌর কর্মকর্তা কর্মচারীসহ সর্ব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মরহুমের ছেলে নজরুল ইসলাম জানান, গত ১৬ নভেম্বর ভোরে তার পিতা সুরোত আলী হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে চৌগাছা হাসপাতালে পরবর্তীতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯ টায় তিনি মৃত্যুবরণ করেন।
পৌর কর্মচারী নজরুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চৌগাছা পৌর পরিষদ।
বিবৃতিদাতারা হলেন, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, প্যানেল মেয়র সাহিদুল ইসলাম, মোঃ শাহিন ও জোসনা খাতুন, সচিব গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী মজিবর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান, হাচানুর রহমান, সিদ্দিকুর রহমান, জিএম মোস্তফা, আতিয়ার রহমান, আব্দুর রহমান, আনিছুর রহমান, সাবিনা খাতুন, পৌর কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়শনের সভাপতি কালিমুল্লাহ সিদ্দিক, সাধারন সম্পাদক মুকরুল ইসলাম মিন্টু সহ সকল কর্মচারীবৃন্দ।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন